ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারী অনুষ্ঠিত
মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে -২০২১সালের ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি উপলক্ষে গতকাল সোমবার শিক্ষক মিলনায়তনে ভর্তি লটারী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে লটারীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি, জাতীয় পার্টি-জেপির উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন সিকদার, গভর্নিং বডির সদস্য মো. শহীদুল আলম স্বপন সিকদার, মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, মো. মহসিন মিয়া শাহিন, সাবেক সদস্য মো. ফিরোজ আলম প্রমুখ। লটারীতে একই শ্রেণিতে শাপলা, গোলাপ এবং জুঁই এ তিন ক্যাটাগড়িতে ভর্তি নেয়া হয়। প্রতি ক্যাটাগড়িতে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ২০২১ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নেয়া হয়। এ ভর্তি পরীক্ষা বিদ্যালয়ের অনলাইন আইডি থেকে ফেইজবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ।