ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়লো।
সিলেট ব্যুরোঃ
ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগে থেকেই বন্ধ রয়েছে দেশটির সঙ্গে বাংলাদেশের সকল স্থল সীমান্ত। এর মাঝেই বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়েছে বাংলাদেশ। ফলে আগামী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।
এ বিষয়ে গতকাল শুক্রবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ‘ভারতের পরিস্থিতি আমরা পর্যব্ক্ষেণ করছি। সীমান্ত বন্ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যেই আবার পর্যালোচনা বৈঠকে বসবো।
এখন পর্যন্ত ছয়টি বন্দর দিয়ে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি প্রবেশ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে প্রতিদিন গড়ে ২৫০ জনের মতো দেশে ফিরছেন।
উল্লেখ্য, করোনার সংক্রমণ মোকাবিলার জন্য বাংলাদেশ গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রেখেছে।
এদিকে চলমান করোনা পরিস্থিতির মাঝে ‘লকডাউন’ বা কঠোর বিধি-নিষেধ আরও সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ২৩ মে (রোববার) প্রজ্ঞাপন জারি করা হতে পারে জানা গেছে।
Leave a Reply