ভিডিও কনফারেন্সে নানিয়ারচরে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
।।মাহাদী বিন সুলতান।।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নানিয়ারচর উপজেলায় মাসিক (এপ্রিল) আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলায় ভিডিও কনফারেন্সে নিজ কার্যালয়ে মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
ভার্চুয়াল মিটিং এ বক্তারা করোনা পরিস্থিতিতে চলমান ললকডাউনে সার্বিক পরিস্থিতি, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা, অসাধু ব্যবসায়ীদের দ্বারা মৌসুমী ফল আনারসে বিশাক্ত ফরমালিন প্রয়োগ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ১লা মে থেকে কাপ্তাই লেক ও চেঙ্গী নদীতে মাছ ধরা বন্ধসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে শিউলি রহমান অতিতের তুলনায় নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান। এবং করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে চলতে স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান এই নির্বাহী অফিসার।
Leave a Reply