মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া জেলা প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ও বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশ সহ শতাধিক নেতাকর্মী’র আহতের প্রতিবাদে শিবগঞ্জ উপজেলা শাখা এবং এর সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে।
গতকাল রবিবার(৩১ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলা মীর মুগ্ধ স্কয়ার চত্বরে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সেলিম সরকার রেজি, সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন বুলেট নেতৃত্বে গন অধিকার পরিষদের এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলের পরে বক্তব্য রাখেন, দলের রাজশাহী বিভাগের রাজনীতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব। তিনি বলেন,আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সেলিম সকার রেজি বলেন, ভিপি নুর জুলাই আন্দোলনের অন্যতম একজন। দেশের জন্য দেশের জনগণের জন্য কথা বলেন। তার নেতৃত্বে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা ছিলো অপরিসীম।
বক্তারা বলেন রাজধানীতে নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং এটা কোনভাবে মেনে নেওয়ার মতো না বলেও উল্লেখ করেন। বক্তারা আরো বলেন, ভয়াবহ এই হামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রত আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, যুবঅধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক দপ্তর সম্পাদক সাজ্জাদ,ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক সুমন, বগুড়া যুব দপ্তর সম্পাদক মিনুর, সাবেক আহবায়ক গণধিকার পরিষদের আনোয়ারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply