ভূমিদস্যু আলালের আরো একটি অভিযোগ, বাকি টাকা চাইতে গেলে অপমান৷
বরিশাল প্রতিনিধিঃ সূত্রমতে ব্যবসায়ী বশির আহমেদের ২০নং ওয়ার্ড, সিএন্ডবি রোড বৈদ্যপাড়া, বরিশাল সিটি করপোরেশন, বরিশাল। গ্লাস হাউজ এন্ড থাই এ্যালুমিনিয়াম ফেব্রিকেটস নামে একটি থাই গ্লাসের দোকান হয়েছে, যার ট্রেড লাইসেন্স নং ৯০২২।
গত ৩০-০৭-২০১৫ইং, খ্রিষ্টাব্দে ব্যবসায়ী বশির আহমেদের দোকান থেকে ৯২,২৪৩ টাকা পরিমাণ মালামাল সংগ্রহ করে বরিশাল ২০নং ওয়ার্ড বাসিন্দা ভূমিদস্যু আলাউদ্দিন আলাল নামে এক ব্যক্তি। ৯২,২৪৩ পাওনা টাকা থেকে ৭৫,০০০ টাকা সে পরিষদ করেন। বাকী ১৭,২৪৩ টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হতে হয় বলে জানা যায় ব্যবসায়ী বশির আহমেদ কাছে। তিনি আরও বলেন এই ভূমিদস্যু আলাউদ্দিন আলাল আমাকে আজ না কাল করে ঘুরাইতো। ২/৩ মাস পরপর আমাকে মাত্র ৭৫,০০০/- টাকা প্রদান করেন। অথচ প্রাপ্য টাকার পরিমাণ ৯২,২৪৩/- টাকা বাদ বাকী ১৭,২৪৩/- টাকা আমাকে এখন পর্যন্ত প্রদান করেননি। তাই আমি উপায় না পাইয়া বরিশাল ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব মহোদয়ের নিকট “অন্যায় ভাবে ২০১৫ সাল থেকে আটকে রাখা আমার কষ্টের পরিশ্রমের টাকা উদ্ধার করে আমাকে ফেরৎ দেওয়ার জন্য আবেদন” এ বিষয়ে নামে একটি দরখাস্ত প্রেরন করি। এবং আইনি ব্যবস্তা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি। এ বিষয় ভূমিদস্যু আলাউদ্দিন আলালকে কল দেয়া হলে তিনি কেটে দেন।
বিস্তারিত আরও আসছে ...