ভূমিদস্যু সামছুল আলমের তান্ডব
১১নং ডালবুগন্জ ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের মৃত্যু আবদুল রাজ্জাক ওরফে কুট্টি ডাকত এর মেজো ছেলে সামছুল আলম ঢাকা থেকে লেখা পড়া করেন লেখা পড়া শেষ করে জরিয়ে পরেন বিভিন্ন অপরাধ কাজে সরজমিনে খোঁজ নিয়ে জানাযায় এই দূর দর্ষ ভূমিদস্যু সামছুল আলমের তান্ডবে দিশা হারা এলাকার সাধারণ মানুষ খোঁজ নিয়ে জানাযায় এই ভুমিদসূ এলাকায় ত্রাস সৃষ্টি করে ভুমিহীন পরিবার কে সরকারি জায়গায় বসবাস করে কোন মতে জীবিকা নির্বাহ করা সাধারণ মানুষ কে বিভিন্ন মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেন এবিষয়ে কথা হয় গুপ্ত ভূগি আঃ কাদের প্যাদার সাথে তিনি বলেন আমি বৃদ্ধ মানুষ ছেলে মেয়ে নিয়ে সরকারি খাস জমিনে বসবাস করি আমাকে উচ্ছেদ করার জন্য আমি আমার ছেলেদের নামে বিভিন্ন কৌশল অবলম্বন করে ১৭ টা মামলা দিয়ে অনেক জেল জরিমানা করে হয়রানি করে আসছেন কার কাছে বিচার দিব সামছুল আলমের স্ত্রী তহশিলদার তার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষ কে বিভিন্ন ভাবে সরকারের ভুমি থেকে উচ্ছেদ করার জন্য হয়রানি করেন উত্তর মনসা তলী গ্রামের মোঃ মোস্তফা বলেন সামছুল আলমের হয়রানির শিকার হয়ে দিশা হারা আমার নামে এ যাবত আমার নামে ১৪ টা মামলা দিয়েছে এই কুলাঙ্গার সামছুল আলম জমা জমি না থাকায় সরকারি খাস জমিনে বসবাস করি সে সেখান থেকে উচ্ছেদ করার জন্য এমন হয়রানি আমি সহ আমার এলাকায় অনেক পরিবার তার হয়রানির শিকার তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের কাছে বিচার দিলাম আমরা কি ভাবে এই ভুমি দস্যুর হাত থেকে রক্ষা পাইতে পারি তার জন্য সকলের দৃষ্টি কামনা করি