ভোগান্তিতে এলাকাবাসী প্রায় ২ বছর ধরে তৈরি করা হচ্ছে এই ব্রিজটি
স্টাফ রির্পোটার :-মো:রিপনঃ কলাপাড়া উপজেলা নমর হাট ইউনিয়ন ১নং ওর্য়াডে একটি ব্রিজ ২০১৮ সাল থেকে কাজ শুরু করে আর্ধাদিক কাজ করে
প্রায় ৬ মাস থেকে কাজ বন্ধ রাখা হয়েছে। সেই থেকে ভোগান্তিতে আছে এলাকাবাসী।
এলাকাবাসীর বক্তব্য ব্রিজটি না থাকার কারনে তারা সাকো পাড়াপারে সমস্যার সম্মুক্ষিন হচ্ছে এলাকাবাসী। আরো বলেন তারা বাজারে যেতে পারেন না এবং নারীদের এই সাকো পারাতে খুবই সমস্যা হচ্ছে।
স্কুলের ছোট-ছোট বাচ্চা তাদের সকালে প্রাইভেট পড়তে যেতে হয় কিন্তু তারা এই সাকো পারাতে পারেন না। তাই ক্ষতি হচ্ছে বাচাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে এলাকাবাসীর।
এই আঞ্চলে হাজার-হাজার টাকার কৃষি চাষ হচ্ছে কিন্তু সেই কৃষি নিয়ে এই সাকো পারিয়ে সেই কৃষি বাজারে নেওয়া তাদের পক্ষে খুব কষ্টকর হচ্ছে। এটা প্রতিবাদ করছেন না এলাকাবাসীর কেও।
এই বিষয়টি দেখছে না কর্তৃপক্ষ। কলাপাড়া উপজেলার নমর হাট ইউনিয়ন চেয়ারম্যান মো: ইলিয়াস তালুকদার এই বিষয়টি নিয়ে কিছু বলছে না। এলাকাবাসীর বক্তব্য ব্রিজটি খুবই দুরুত্ব তৈরি করে দেওয়া হইক