রাকিব হাওলাদার, ভোলা প্রতিনিধিঃ
ভোলায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় ১০টি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ ভোলা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক গত ১০মে থেকে অদ্য ৮জুন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১০টি স্মার্ট ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি সবাইকে পুরাতন ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, এসব পুরাতন ডিভাইস কিনলেও যথাযথ প্রমাণসহ কেনা উচিত। অন্যথায় এসব পুরাতন ডিভাইস যদি পূর্বে কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত করার সময় ব্যবহার করা হয়ে থাকে, তাহলে বর্তমান ব্যবহারকারী বিপদের সম্মুখীন হতে পারেন। এজন্য পুরাতন ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন ভালোভাবে যাচাই বাচাই করে ক্রয় করার বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান তিনি।
ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এএসআই মে. আরিফুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ এনায়েত হোসেন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহযোগিতায় হারিয়ে যাওয়া মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। মোবাইল গুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করে আমি খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। হারানো ফোন ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমার প্রাপ্তি ও সাফল্য।
তিনি আরো বলেন, ভোলার জনগণকে বলবো, যেকোনও প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। কারও মোবাইল হারিয়ে গেলে থানায় জিডি করলে পুলিশ তা উদ্ধার করে দিবে।