ভোলার ইলিশায় প্রধানমন্ত্রীর দেয়া ঘর ৩ অসহায় পরিবারকে দেয়ার আশ্বাস দিয়েছে পি-আই-ও জিয়া
রাকিব হাওলাদার, ভোলাঃ মুজিব বর্ষের উপহার প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাবে ৮ লাখ ৮২ হাজার পরিবার, এই প্রত্যয়ে দেশের ঘর ও ভূমিহীন মানুষ সরকারি ঘর দেওয়ার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা সরকার। "আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় জননেতা জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদ্বয় এর নির্দেশে তিন(৩)টি ঘরহীন পরিবারের তালিকা করে তাদের কে ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন ভোলা সদর উপজেলার পি-আই-ও জনাব জিয়া স্যার।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে তিনটি অসহায় পরিবারের ঘর পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সহ- দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন সর্দার, ৯ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি আঃ জলিল সিকদার, সাধারণ সম্পাদক সেন্টু সর্দার, ইউপি সদস্য শাহে আলম সিকদার ও শহীদুল ইসলাম সাগর প্রমূখ।
ভোলা সদর উপজেলার পি-আই-ও জনাব জিয়া বলেন, শীত উপেক্ষা করে রাতের বেলা আপনাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছি, আপনাদের নিজ নিজ যায়গায় ঘর স্থাপন করে দেয়া হবে। অসহায় পরিবারের তিনটা ঘর দেখে এসময় তিনি আরো বলেন, এই ইউনিয়নের জনপ্রতিনিধি, ইউপি সদস্যরা কোন মানুষের ঘরের তালিকা দিয়েছে এরা তালিকার বাহিরে কেনো?
এ সময় আনোয়ার হোসেন ছোটন অসহায় তিন পরিবার কে নগদ অর্থ দান করে, অসহায় পরিবারদের বলেন, জননেত্রী শেখ হাসিনা এবং ভোলার মানুষের অতি আপনজন প্রিয় নেতা আলহাজ্ব তোফায়েল আহম্মেদ এর জন্য দোয়া করবেন। যাতে সবসময় গরীব, অসহায়, দরীদ্র মানুষের জন্য কিছু করতে পারে। প্রধানমন্ত্রীর দেয়া ঘর তোফায়েল আহম্মেদ এর নির্দেশে আপনাদের দেয়া হবে।