রাকিব হাওলাদার, ভোলাঃ ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সরদার হাট ভোলা টু ইলিশা জংশন মহাসড়কের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ-এর আওতাধীন ইসলামী মিশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভোলার গণমানুষের প্রান প্রিয় নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ (এমপি) মহোদয়-এর কাছে ২৫ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য সেবা কেন্দ্রের দাবি জানিয়েছেন ইলিশাবাসী।
উক্ত ২৫ শয্যা হাসপাতালের জন্য ইতোমধ্যে গরীব ও অসহায় মানুষের কল্যাণের কথা বিবেচনা করে "সরদার বাড়ি চ্যারিটেবল ফাউন্ডেশন" কর্তৃক গুপ্ত মুন্সি সরদার বাড়ীর দরজায় ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ-এর নামে ৪১ শতক জমি দান করা হয়েছে। সরদার বাড়ি চ্যারিটেবল ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ছোটন।
যেখানে ভোলার উত্তরে পাঁচটি ইউনিয়ন তথা বাপ্তা, কাচিয়া, রাজাপুর এবং পূর্ব ও পশ্চিম ইলিশার গরীব অসহায় মানুষ বিনা মূল্যে স্বাস্থ্য সেবার সুযোগ পাবে।
উল্লেখ্য, ২নং ইলিশা ইউনিয়ন-এর গুপ্তমুন্সি সরদার বাড়ির দরজায় ইসলামিক মিশন, বাংলাদেশ কর্তৃক মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা চালু রয়েছে এবং উক্ত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছে।