ভোলার তজুমদ্দিনে ফারহান-৪ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
রাকিব হাওলাদার, ভোলাঃ ভোলার তজুমদ্দিনে ঢাকা টু হাতিয়াগামী এম.ভি. ফারহান-৪ লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ আল আমিন এর লাশ খুজে পাওয়া গেছে। বরিবার সন্ধ্যায় তজুমদ্দিনের চৌমুহনী লঞ্চঘাটে মেসার্স ফারহান নেভিগেশনের ফারহান-৪ লঞ্চ ঘাট ছেড়ে যাওয়ার সময় তার চলমান ট্রলারটিকে ধাক্কা দিলে ৬ জন মাঝি মাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশ্ববর্তী ট্রলারের লোকজন এসে ৫ জনকে উদ্ধার করলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনদিন পর আল-আমিন (১৯) নামে নিখোঁজ ঐ ব্যাক্তির লাশ নদীতে পাওয়া যায়।
লঞ্চ দুর্ঘটানার বিষয়ে জানতে চাইলে ঘাট ইজারাদার মাহাবুবুর রহমান বলেন, চৌমুহনী ঘাটে ফারহান লঞ্চটি ঘাট শেষে পিছনে বেগার দিলে ধাক্কা লেগে নুরনবী মাঝির নৌকাটি ডুবে যায়। মৃত আল-আমিন এর বাড়ি ৪নং কাচিয়া ইউনিয়ন দালাল বাজার ৮ নং ওয়ার্ড মোল্লাবাড়ী লোকমান এর ছেলে।