ভোলার তজুমদ্দিনে ভোট দেয়ার অজুহাতে বৃদ্ধকে কুপিয়ে হত্যাচেষ্টা।
মোঃশিপন
(জেলা প্রতিনিধি ভোলা)
ভোলার তজুমদ্দিনের চাঁচড়ায় পূর্ব শত্রুতার জেরে ইউপি নির্বাচনে ভোট দেয়ার অজুহাত দেখিয়ে ৭০ বছরের বৃদ্ধ ফজলুল হককে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে স্থানীয় সন্ত্রাসী শাহে আলম ও আরজুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত। গতকাল দুপুরে চাঁচরা ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তিন বছর আগে চুরি করতে বাঁধা দেয়ায় ও ফজলুল হকের মেয়ের ঘর চুরির মামলা দেয়ায় নির্বাচনের পরপরই পূর্বপরিকল্পিত ভাবে দিনেদুপুরে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। শুধু তা-ই নয় মারাত্মক আহত ফজলুল হককে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাঁধা দিলে বাধ্য হয়ে পার্শ্ববর্তী লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। তজুমদ্দিন থানার অফিসার ইন চার্জ এস এম জিয়াউল হক জানান এ ঘটনায় মামলা হয়েছে, জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।