ভোলার দৌলতখানে জয়নগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বিনামূল্যে বই বিতরণ
মোহাম্মদ রিয়াজ হোসেন
দৌলতখান প্রতিনিধি (ভোলা)
আজ পহেলা জানুয়ারি ২০২১। নতুন বছরের প্রথম দিন।
নতুন বছরের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে দৌলতখানে জয়নগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন।
পহেলা জানুয়ারি ২০২১ উপলক্ষে শুক্রবার সকালে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের হাতে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করেন।
পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি জনাব আলহাজ্ব মোঃ সিদ্দিক মিয়া (উপজেলা ভাইস চেয়ারম্যান), প্রধান শিক্ষক মোঃহেলাল উদ্দীন, মোঃ মেজবাহ উদ্দীন,মোঃমনিরুল ইসলাম, কামরুন নাহার, আহসান আল মামুন, সেলিনা আক্তার,মোঃসায়েম,কামরুল ইসলাম,অর্জুন চন্দ্র দে ও মোঃকামরুল হাসান সহ আরো অনন্য শিক্ষকবৃন্দ।
উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন , করোনা মহামারীর কারণে আমরা দুরত্ব বজায় রেখে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করি।
বিগত বছরের মতো জাক জমক পূর্ণ অনুষ্ঠান করা হয়নি। করোনা মহামারীর কারণে বাতিল করা হয়।
এবং দীর্ঘ সময় পরে আমরা ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের মুখে হাঁসি দেখতে পেরেছি।
তিনি আরো বলেন, প্রত্যক ছাত্র-ছাত্রীদের বাসায় পড়ার তাগিত দেন। অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন, অভিভাবকরা সবাই যেন নিজ নিজ সন্তানদের কে সঠিক সময়ে পড়াশোনা করে সে ব্যাপারে নজর রাখতে। এই করোনা কালিন সময়ে অভিভাবকদের অবদান সবচেয়ে বেশি বলে জানান তিনি।
এবং যাদের কাছে মাস্ক ছিল না, তাদের মাঝেও মাস্ক বিতরণ করেন। এবং করোনা মহামারী এর জন্য সবাই কে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন।
এদিকে, করোনা মহামারী এর ভিতরে নতুন বই পেয়ে হাসোজ্জল অবস্থা বাড়ি ফিরেন শিক্ষার্থীরা।
নতুন বছরের নতুন বই পেয়ে আনন্দে ভাসছে শিক্ষার্থীরা।