ভোলার দৌলতখানে নব মুসলিম মেয়েকে কিডন্যাপ করে অমানবিক নির্যাতন করলেন সন্ত্রাসীরা
মোঃ শাহীন, নিজস্ব প্রতিবেদকঃ
ভোলা জেলার দৌলতখান থানা দিন জয়নগর ইউনিয়ানে,হিন্দু থেকে মুসলিম হওয়ার অপরাধে বহিরাগত একদল সন্ত্রাসী প্রশাসন পরিচয় দিয়ে নব মুসলিম মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যায় অমানবিক নির্যাতন করে শত শত মানুষের সামনে, যাহা বাংলাদেশের সর্বপ্রথম এত নির্যাতন করে একটি মেয়েকে টানাহেঁচড়া করে নিয়ে গেছে উক্ত সন্ত্রাসীরা
এক ফেসবুক স্টাটাসে স্থানীয় সংবাদ কর্মি বাহাদুর চৌধুরী জানান
দৌলতখানে, মাদক সম্রাট চাঁদাবাজ ভূমিদস্যু, নারীলোভী, কালাম তুফানি নামক লোকের কাছে হেরে গেলো আইন,
হেরে গেলো মুসলমান,
হেরে গেলো একজন নও মুসলিম।উক্ত লোক দের লক্ষ টাকার বিনিময় বিক্রি হয়েছিলেন সন্ত্রাসী জালিমদের হাতে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঘটনাটি কিন্তু প্রসাসনের কোন পদক্ষেপ না দেখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকে,নব মুসলিম মেয়েটিকে যখন জোর করে নিয়ে যাইতেছিল তখন মেয়েটি চিৎকার দিয়ে মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলেছিল আমাকে যদি জোর করে নেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করব,, নব মুসলিমের চোখের পানিতে উক্ত এলাকা কেঁদেছিল,, বিষয়টি উক্ত এলাকার মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে বিষয়টি তদন্ত করে মেয়েটিকে উদ্ধার করা হোক।
কয়েকদিন পূর্বে উক্ত নব মুসলিম মেয়েটির সাক্ষাৎকার আমি নিয়েছিলাম উক্ত সাক্ষাৎকারে মেয়েটি দৃঢ়তার সাথে বলেছিলেন নিজ ইচ্ছায় মুসলমান ধর্ম গ্রহণ করেছেন এবং একটি মুসলিম ছেলেকে শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন বিষয়টির উপর নজর রাখার জন্য সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাছে বিনীত ভাবে অনুরোধ করা হল এবং সেই সাথে।
Leave a Reply