মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে বেলুন ফোলানোর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ৬ জন।
শুক্রবার (২০ নভেম্বর) আনুমানিক রাত ৯:০০ ঘটিকার সময় বোরহানউদ্দিন উপজেলার পীরগঞ্জ এলাকার লুনদি বাড়ীর পাশে নশুর দোকানের মোড়ে এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯:০০ ঘটিকার সময় একটি বিকট আওয়াজ হয়। প্রথমত স্থানীয় লোকজন ট্রান্সফর্মার ব্লাস্ট হয়েছে বলে ধারণা করেন। কিন্তু পরবর্তীতে জানা যায় গ্যাসের সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ট্রান্সফার করার সময় এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলে বোরহানউদ্দিন থানাধীন বড় মানিকা ৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা জনাব বাদসু হাওলাদারের ছেলে মোঃ হাসনাইন (২০) সহ আরও অজ্ঞাত এক যুবকসহ মোট ২ (দুই) জন নিহত হয়। আহত অবস্থায় তিন জন বোরহানউদ্দিন হাসপাতাল ও আশঙ্কাজনক অবস্থায় আরো তিন জনকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার করেন।
Leave a Reply