মোঃ শহিদ ফরাজী।
উপজেলা প্রতিনিধি,
মনপুরা উপজেলা।
ভোলা মনপুরা উপজেলায় ৪টি ইউনিয়নের গ্রাম পুলিশের
মাঝে সরকারী অনুদান হিসেবে ২০টি
বাই-সাইকেল উপহার দেওয়া হয়।
মনপুরা উপজেলা ৩৬ টি ইউনিয়নের মধ্যে ৩৬ জন গ্রাম পুলিশ
রয়েছে এবং ১২জন দোপাদার রয়েছেন।
যাহারা বাই সাইকেল উপহার পেয়েছে তারা সকলেই খুব খুশি এবং আনন্দিত।
আজ ৪টি ইউনিয়নের মধ্যে ২০ জন গ্রাম পুলিশকে সরকারী অনুদান হিসেবে ২০ টি সাইকেল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা এবং
থানা ইনচার্জ,, মোঃ সাহেদ আহম্মেদ উপস্থিত রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,,, গ্রাম পুলিশকে
তাদের কাজ কর্ম গতিশীল করতে সরকারি
বাই সাইকেল উপকৃত হবে।
সমাজে অপরাধ দমনে
উৎসাহি করার জন্যেই সাইকেল দেওয়া হচ্ছে।
থানা ইনচার্জ কর্মকর্তা বলেন,, সার্বক্ষণিক
যোগাযোগ এবং অপরাধ দমন করতে গ্রাম পুলিশকে
সরকারি বাই সাইকেল উপহার
দেওয়া কে সরকারকে সাধুবাদ জানান এবং যাহারা
বাই সাইকেল উপহার এখন পায়নি তাহারা পর্যাক্রমে পাবে বলে অবহিত করেন।
Leave a Reply