রাকিব হাওলাদার, ভোলাঃ ভোলা শহরের বিভিন্ন মার্কেট, স্থাপনা ও সদর রোডের পাশে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করার দায়ে ৬ জনকে ১৫ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় তাদেরকে জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান হোসেন শায়েখ।
ভেলা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালীন সময়ে ভোলা শহরে বিভিন্ন স্থানে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং, হ্যালমেড না থাকায় এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় মোটরযান আইনে (সড়ক ও পরিবহন আইন-২০১৮) মোট ৬ জনকে ভ্রাম্যমান আদালত মামলার মাধ্যমে জরিমানা করে। এসময় তাদের কাছ থেকে জরিমানা বাবদ ১৫ হাজার ৫’শ টাকা আদায় করা হয়।
ভোলায় অবৈধ পার্কিং এর জন্য শহরে প্রতিনিয়ত যানজট লেগে থাকে এতে সাধারণ মানুষ, পথচারী ও কর্মজীবীসহ সকলের নানাবিধ কাজের অগ্রগতির ব্যাঘাত ঘটে এবং দুর্ভোগ পোহাতে হয়।