ভোলায় আগুনে বসতঘর পুড়ে ছাই, ৮ লক্ষ টাকার ক্ষতি
রাকিব হাওলাদার, ভোলাঃ ভোলা সদর উপজেলার ৫নং বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের টবগী স্কুল সংলগ্ন এলাকায় চাপরাশি বাড়িতে আগুনে লেগে সিদ্দিক চারপাশি নামের এক কৃষকের বসতঘর পুড়ে ছাই।
শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আগুনে ৪ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানাগেছে।
ভোলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, হঠাৎ বিদ্যুতের একটি লাইন থেকে ঘরের মধ্যে আগুন লাগতে দেখা যায়। মূহুর্তের মধ্যেই ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে, প্রথমেই স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিসের একটি টিম ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরমান হোসেন জানান, কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা নিশ্চিত হয়নি, তবে বিদ্যুৎ থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এবং এই অগ্নিকান্ডে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছেও বলে জানান তিনি।