রাকিব হাওলাদার, ভোলা।।
ভোলা সদরের ইলিশা পাকার মাথা বাজারের বাঘার হাওলা গ্রামের সিকদার বাড়ি হইতে ১৬পিস ইয়াবাসহ মান্নান সিকদার (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ইলিশা ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) মধ্যরাতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন এর নেতৃত্বে তাকে আটক করা হয়।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই মাইনুল হাসান ও গুলজার হোসেনসহ সঙ্গী ফোর্স নিয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা পাকার মাথা সিকদার বাড়িতে অভিযান পরিচালনা করি। এসময় ১৬ পিস ইয়াবাসহ মান্নানকে আটক করি। মাদক কারবারি মান্নান একই গ্রামের মনজু সিকদারের ছেলে। তাকে ভোলা সদর থানায় প্রেরণ করা হয়েছে। মাদক কারবারি মান্নানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
ভোলা জেলাকে মাদক করতে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয়ের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।