ভোলায় জেলা পুলিশের ব্যাডমিন্টন প্রতযোগীতার উদ্ধোধন
রাকিব হাওলাদার, ভোলাঃ ভোলায় জেলা পুলিশের ব্যাডমিন্টন প্রতযোগীতার শুভ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) রাতে ভোলা জেলা পুলিশের আয়োজনে, জেলা পুলিশ লাইন্স মাঠে এই ব্যাডমিন্টন প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা এবং পরিচলনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এ সময় পুলিশ সুপার বলেন, মানুষের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা একদিকে মানুষকে যেমন শক্তি ও সাহস যোগায় অপরদিকে তা প্রেরনারও উৎস। নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের নিজ নিজ সরকারী দায়িত্ব সুষ্ট ও সুন্দর ভাবে পালন করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মন কে সুস্থ্য রাখতে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। ব্যাডমিন্টন প্রতিযোগীতায় মোট ১৬ টি দল অংশগ্রহন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মহসিন আল ফারুক, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআই ও-১ জেলা বিশেষ শাখা, ভোলা, আরআই পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস ভোলা সহ জেলা পুলিশ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।