ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে ২৩ জেলে আটক।
ভোলা প্রতিনিধি।।
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভায়াশ্রমে মাছ শিকারের দায়ে ২৩ জেলেকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন জানান, জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার ধনিয়া ও ইলিশা এলাকায় যৌথ অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা পুলিশ । এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভায়াশ্রমে মাছ ধরায় ২৩ জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ সময় জেলেদের কাছ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।