রাকিব হাওলাদার, ভোলা।।
ভোলা সদরের ইলিশায় পানিতে ডুবে জাহিদুল ইসলাম (৬) ও হেনা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু মিয়ার হাট সংলগ্ন মাঝি বাড়ীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত দুই শিশু ঐ ওয়ার্ডের মাঝি বাড়ির জসিম এর ছেলে ও খোকন এর মেয়ে। তারা একই পরিবারের দুই চাচাতো ভাই বোন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুই চাচাতো ভাই বোন গোসল করতে পুকুরে নামলে প্রথমে জাহিদুল ডুবে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে হেনা ও ডুবে যায়। পরে উভয়কে স্বজনরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
একই সাথে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply