ভোলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
মোঃ ইকবাল হোসেন
ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি
আজ ২৩ ই জুন বুধবার বাংলাদেশ আওয়ামিলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা আওয়ামিলীগের উদ্যেগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
পরে জেলা জেলা পরিষদ অডিটোরিয়ামের হল রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা ১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ১৯৪৯ সনের ২৩ জুন এই দিনে রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আবুল হোসেন শামসুল হক, মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়েছে, তাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণ-অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন ৭১ এর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রাম আওয়ামী লীগের নেতৃত্বেই গড়ে উঠেছে বলেন।
আরো বলেন গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মধ্যে দিয়ে ৭২ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রাচীন এই রাজনৈতিক দলের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নানা ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই ও সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে উপনীত হয়েছে আওয়ামী লীগ। দীর্ঘ ৭২ বছরে দলটি অনেক ঐতিহ্য-গৌরব স্থাপনে সক্ষম হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ।
মইনুল হোসেন বিপ্লব তার বক্তব্যে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি দেশের সাধারণ জনগণের কথা বলেন, তাদেরকে নিয়ে সব সময় ভাবেন। এ সময় তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন ।
তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আমার পথ চলা আমার অভিভাবক আমাদের নেতা তোফায়েল আহমেদ এমপির নির্দেশে ভোলা জেলা আওয়ামীলীগ আজ শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হয়েছে।
তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ইতিমধ্যে পুরণ হতে চলেছে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার যা আমাদের মমতাময়ী মা ইতিমধ্যে বাস্তবায়িত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্তমাহমুদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ,স্বেচ্ছাসেবক ;শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply