ভোলায় বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) নির্বাচনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রাকিব হাওলাদারঃ ভোলায় বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) নির্বাচন-২০২০ (২০২১-২০২৩) ডাঃ মোঃ মিজানুর রহমান-মোহাম্মদ হামিদুর রহমান (তুষার)- সাখওয়াত হোসেন ভূইয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যকম শুরু হয়।
এসময়, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি লাইব্রেরিয়ান ও কার্যনির্বাহি সদস্য পদপ্রাথী মোঃ মাকসুদুর রহমান বলেন, আমরা গ্রন্থাগার সমিতি থেকে টাকা, পয়সা, ভাত, পোশাক চাইনা। চাই শুধু গ্রন্থাগার লাইব্রেরিয়ানদের সকল সুযোগ সুবিধা ও মর্যাদা ফিরে পেতে।
প্রধান অতিথির বক্তব্যে, ডঃ মিজানুর রহমান বলেন, আপনারা এক লাইব্রেরিয়ান আরেক লাইব্রেরিয়ানের পিছনে বাঁশ দেয়া বন্ধ করেন, সবাই হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন লাইব্রেরিয়ানদের সকল দাবি ও সুযোগ সুবিধা আগামী মুজিববর্ষ ১৭ই মার্চের আগে বাস্তবায়ন করে দিবো “ইনশাআল্লাহ”। তিনি আরো বলেন, লাইব্রেরিয়ান থেকে কোন সহকারি শিক্ষকের পদপর্যাদা হয়না, হয় সহকারি লাইব্রেরিয়ান। যদি কেউ সহকারি শিক্ষক হতে চান তাহলে নিবন্ধন পরিক্ষা দিয়ে শিক্ষক হিসেবে অন্তুভুক্ত হন। দয়াকরে তার আগে কোন গ্রন্থাগার এসে বলবেন না আমি শিক্ষক। লাইব্রেরিয়ান হয়ে যে দায়িত্ব তা বিনয়ের সাথে পালন করার চেষ্টা করবেন।
উক্ত মতবিনিময় সভায়, চরফ্যাশন আলিম মাদ্রাসার গ্রন্থগারিক মাওলানা মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে ও দৌলতখান সরকারী আবু আবদুল্লাহ কলেজের গ্রন্থাগার মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হামিদুর রহমান (তুষার), মহাসচিব প্রাথী। বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মাহাবুব আলম, সভাপতি ও কাউন্সিলর প্রাথী বরিশাল বিভাগ। মধু সূধন হালদার, সাধারন সম্পাদক পদপ্রাথী বরিশাল বিভাগ। মোঃ আব্দুর রব, প্রধান শিক্ষক পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। মীর আমির হোসেন, প্রধান শিক্ষক সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়। মোঃ মেহেদি হাসান, প্রধান শিক্ষক টাউন মাধ্যমিক বিদ্যালয় ভোলা। মোঃ মনির উদ্দিন, প্রধান শিক্ষক ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয় ভোলাসহ, ভোলা জেলা গ্রন্থাগার সমিতির শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) নির্বাচন-২০২০ এর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী গত ৭ থেকে ১০ ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয় শেষে। মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার শেষে গত ১৯ ডিসেম্বর-২০২০ বাংলাদেশ গ্রন্থাগার সমিতি কার্যালয় ও বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের দপ্তরের নোটিস বোর্ডের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর ২৬ ডিসেম্বর রোজ শনিবার সকাল ৮ টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৫ টা হতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা এবং বিভাগীয় কেন্দ্রসমূহের স্ব স্ব ভোটকেন্দ্র হতে ফলাফল ঘোষণা করা হবে।
Leave a Reply