ভোলায় বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত-১
ভোলা প্রতিনিধিঃ ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় মো: কবির (২৫) নামে এক অটো রিক্সা চালক নিহত হয়েছেন। তিনি পৌরসভা ৫নং ওয়ার্ডের আব্দুল বারেক মিয়ার ছেলে বলে জানাগেছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বিশ্ব রোড এলাকার মাদ্রাসা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কবির ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে মুরগির বাচ্চা বোঝাই অটো রিক্সা নিয়ে ভেদুরিয়া লঞ্চঘাটের উদ্দেশে রওনা দেয়। পথে মাদ্রাসা বাজার এলাকায় ইসরাত এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস সামনে থেকে অটো রিক্সাটি চাপা দিলে কবির গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উত্তেজিত জনতা ও গাড়ি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।