1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
ভোলায় হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ - dainikbijoyerbani.com
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
ad

ভোলায় হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৩ Time View

রাকিব হাওলাদার, ভোলা।।

ভোলা জেলা হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রদান ও অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ভোলা হাটখোলা মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ওবায়েব বিন মোস্তফা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাও ইউসুফ আদনান, ভোলা সদর থানার সেক্রেটারি মাওলানা আব্দুর রব, বোরহানউদ্দিন থানা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ভোলা জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোবাশ্বেরুল ইসলাম নাঈম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি এইচ এম ইসমাইল হোসেনসহ হাজার হাজার ধর্মপ্রান তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ভোলা জেলা হিন্দু পরিষদের পূজা বাস্তবায়ন কমিটির সভাপতি গৌরাঙ্গ দে তার ফেসবুক আইডি ব্যবহার করে বিশ্বনবীর শানে যে আপত্তিকর শব্দ ব্যবহার করেছে তা অত্যন্ত দুঃখজনক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা চলছে। তার ফেসবুক আইডিতে জৈনক ব্যাক্তির সাথে নবীর শানে যে কথোপকথন হয়েছে এ ব্যাপারে ভোলা জেলা হিন্দু পরিষদের পূজা বাস্তবায়ন কমিটির সভাপতি গৌরাঙ্গ দে বলে তার আইডি না-কি হ্যাক হয়েছে এই মর্মে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছে। বক্তারা বলেন, এমন কটুক্তি মূলক বক্তব্য মেনে নিতে পারছিনা, এইসমস্ত বক্তব্য অবশ্যই আপত্তিকর ও দুঃখজনক তাই আমরা চাই প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী কে তার আপত্তিকর বক্তব্যের জন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি । শুধু তাই নয়, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোন উস্কানি না দেয়, সবাইকে শান্ত ও সর্তক থাকার অনুরোধ জানিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি অনুরোধ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের অধিকার আদায়ে রাজনীতি করছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসী। যেকোনো ধরণের উগ্রতা ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করার যেকোনো অপচেষ্টাকে ইসলামী আন্দোলন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

বক্তারা আরো বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যেমে যারা নতুন সঙ্কট তৈরি করতে চায় নবীর শানে একরকম উগ্র এবং বেয়াদবি মূলক বক্তব্য দাতারা মূলত ক্ষমতাশীনদের দোসর। আমরাও প্রশাসনকে বলতে চাই যে বা যারা উগ্রতা ছড়িয়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এমন উস্কানিমূলক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে প্রশাসনের কার্যকরী ভূমিকা পালন করতে হবে।ঘটনাকে কেন্দ্র করে কোন উস্কানিতে না জড়িয়ে সতর্কতামূলক অবস্থান নিশ্চিত করে নাশকতাকে পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মী, সমর্থক, ধর্মপ্রাণ জনতা এবং ভোলা বাসীর প্রতি আহ্বান জানান। বক্তারা ঘটনার নাজুকতা উপলব্ধি করে সঠিক উদ্যোগ গ্রহণ করায় ভোলা জেলা হিন্দু পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন দেশের স্বার্থে ভবিষ্যতেও যেন কোন সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত নাহয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি