ভোলা জেলার আনসার ভিডিপি এর ফায়ারিং অনুষ্ঠান তুলাতলি।
মোঃশিপন
(জেলা প্রতিনিধি ভোলা)
ভোলা জেলার আনসার ও ভিডিপি এর মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-২য় ধাপ) এর ২০/০৬/২০২১ ইং ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে সদর উপজেলার তুলাতলিতে এ ফায়ারিং অনুষ্ঠিত হয়। ভোলা জেলা আনসার কমান্ড্যান্ট আহসান উল্লাহর উপস্থিতিতে এ ফায়ারিং অনুষ্ঠিত হয়। এই সময় ভোলা সদর উপজেলা আনসার কর্মকর্তা মো. মোকাম্মেল হক এবং অনসার বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোলা জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় ১০৫ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণে সবাই দক্ষতার সাথে ফায়ারিং কাজ সম্পন্ন করেন। প্রতিটি সৈনিক দক্ষতার সাথে ১০টি রাভার বুলেট এবং ১০ করে শিষা বুলেট মোট ২০টি করে ফায়ারিং করেন।