ভোলা জেলায় ৪ লক্ষ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ শুরু।
ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ লাখ শিক্ষার্থীদের মাঝে সরকার কতৃক বিনামূল্যে ৪৭ লক্ষ নতুন বই বিতরণ করা শুরু হয়েছে। তবে করোনাভাইরাস মহামারির কারণে এ বছর বই উৎসব পালিত হচ্ছেনা।
প্রত্যেক বছরের মত এবারও ২০২১ সালের নতুন বছরের প্রথম দিনে, শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ভোলা সরকারি বালক বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়সহ সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন বই বিতরণ করেছেন শিক্ষকরা। গত এ বছর স্কুলে আসতে না পারলেও বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। জানায়, বই পেয়ে তারা খুব খুশি। এ বছর বিদ্যালয়ে ক্লাস শুরু হলে তারা আগের মতো পুনরায় বিদ্যালয়ে আসবে।
ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক জানান, সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের কারণে এ বছর জেলার সকল বিদ্যালয় গুলোতে কোন বই উৎসব পালিত হয়নি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই পাঠিয়ে দেয়া হয়েছে।শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো স্কুল থেকে বই নিয়ে যেতে পারবে বলে জানান তিনি।
ভোলা জেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, এই বছর জেলায় প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৪ লাখ ৯ হাজার শিক্ষার্থীদের কে ৪৭ লক্ষ ৮৩ হাজার নতুন বই দেয়া হবে।
ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, সরকারি নির্দেশনা মেনে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন তারা। যে শিক্ষার্থীরা আসতে পারেনি তারা কিংবা তাদের অভিভাবকরা পরবর্তীতে স্কুল থেকে বই সংগ্রহ করতে পারবে।
এছারাও অভিভাবকরা জানান, মহামারি করোনা ভাইরাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নিয়মিত পড়াশুনা হয়নি। ফলে, শিক্ষার্থীদের পড়ালেখা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। কিনতু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে ওই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে সামনে অগ্রসর হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তারা।