উপজেলার ও পৌর শহরের নয়টি ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীরা প্রথমে নৌকা প্রতীকের ছবি, ফেস্টুন, ব্যানারসহ মিছিল নিয়ে স্থানীয় বহেরাতলা থেকে তাকে ফুল দিয়ে গ্রহণ করে এগিয়ে নিয়ে আসেন। পরে সর্বস্তরের জনগণ আনন্দ মিছিলে যোগ দিলে মুহূর্তের মধ্যে সে মিছিল জনসমুদ্রে পরিণত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে একটি পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভায় সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ.লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এমাদুল হক খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ এক যুগের অধিক সময়ে পর বৃহত্তর এ মঠবাড়িয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঠবাড়িয়ার অনেকেই নৌকার প্রতীক চেয়েছিলেন। অনেক কিছু বিবেচনা করে সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনকে চূড়ান্তভাবে নৌকার প্রার্থিতা করেন। কারণ একটাই বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন আপাদমস্তক একজন আওয়ামী লীগের লোক ও ত্যাগী নেতা। যার পুরোটা জীবনই বিলিয়ে দিয়েছেন আওয়ামী লীগ করে। তাই আগামী ১৭ ই জুলাই প্রধানমন্ত্রীর পছন্দের এই প্রার্থীকে জয়ী করার জন্য আমরা মাঠে কাজ করব। বর্ষীয়ান, ত্যাগী যোগ্য এ নেতাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। একমাত্র আওয়ামী লীগের পোড়খাওয়া এই ত্যাগী নেতাই পারবে মঠবাড়িয়া পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে পরিণত করতে।