মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পূর্ব বিরোধের জের ধরে শিমুল শেখ (২৫) নামের এক যুবককে দেশিও অস্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত, বসতঘর ও ইজিবাইক ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ৫ জুন সোমবার দিবাগত রাত ১২ টার দিকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় শিংগা গ্রামে ঘটেছে। শিমুল শেখ বড় শিংগা গ্রামের বাসিন্দা কবির হোসেন শেখের ছেলে। অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা কালাম মৃধা ছেলে সুমন মৃধা সহ একদল ভাড়াটিয়াদের বিরুদ্ধে। হাসপাতাল সূত্রে জানা যায়, শিমুল শেখ ও সুমন মৃধার সাথে পূর্বে বিরোধ থাকায় কথার কাটাকাটি হয়। একপর্যায়ে ৫ জুন সোমবার দিবাগত রাত ১২ টার দিকে সুমন মৃধা তার দলবল নিয়ে শিমুল শেখের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে বসতঘর ও ইজিবাইকের উপরে হামলা চালায়। এদিকে শিমুল শেখ টের পেয়ে জিবনের নিরাপত্তার জন্য মঠবাড়িয়া থানায় আসার পথে পথিমধ্যে টিকিকাটা নুরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সামনে বসে শিমুল শেখের উপরে দেশিও অস্র নিয়ে সুমন মৃধাসহ তার দলবল এলোপাতারি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে শিমুল শেখকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে শিমুল শেখের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ৬ জুন মঙ্গলবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
বিষয়টি সম্পর্কে অভিযুক্ত সুমন মৃধার কাছে জানতে চাইলেও তাকে পাওয়া যায় নাই, পরে তার মা মমতাজ বেগম তার ছেলের দোষ স্বীকার করে বলেন আমার ছেলে রাগ স্যামাল দিতে না পেরে শিমুল শেখের উপরে হামলা চালিয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদারের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।