নাসির উদ্দিন, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এ পরিচিতি সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক। সভায় পৌর শহরের দুই সহস্রাধীক ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।
সভায় বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল আলমের সভাপতিত্বে ও প্রভাষক জুলহাস শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম, বণিক সমিতির সভাপতি সামসুল আহসান খোকা, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন, মিজানুর রহমান মিজু , মোঃ জাহিদ উদ্দিন পলাশ, শাকিল আহমেদ নওরোজ, আলাউদ্দিন আল আজাদ, আরিফুল ইসলাম সোহাগ, তৌহিদ সোহেল প্রমূখ।
মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম বলেন, মঠবাড়িয়া পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকার জন-সাধারণের জন্য প্রতি রাতে মঠবাড়িয়া থানার ১৩টি টিম নিয়মিত ভাবে টহল দিয়ে যাচ্ছে। পৌর শহরের দোকান ও বাসা বাড়ি চুরি রোধে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বাড়িওয়ালাদের পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলেই ছিটকে চোরদেও উপদ্রব শূণ্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।
বণিক সমিতির সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক বলেন, ব্যবসায়ীদের সকল প্রকার সুবিধা-অসুবিধা, যে কোন পরিস্থিতিতে বণিক সমিতি পাশে থাকবে।
প্রধান অতিথি পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক বলেন, শুধু প্রশাসক হিসেবেই নয়, প্রয়োজনে আমি ব্যক্তিগত ভাবেও ব্যবসায়ীদের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।