মঠবাড়িয়ায় কেন্দ্রীয় প্রেসিডিয়াম দুই যুবলীগ সদস্যকে সংবর্ধনা
মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ার কৃত্বিসন্তান তাজউদ্দিন আহম্মেদ ও মো. জসিম মাতুব্বরকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আ‘লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম সেলিম মিঞা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান, পৌর আ‘লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, আ‘লীগ নেতা মো. খলিলুর রহমান, আ‘লীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, নাসির উদ্দিন হাওলাদার, শ্রমিকলীগ সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল সোহেল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাহমিদা মুন্নি প্রমূখ।