1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
মত বিনিময় সভায় নেতৃবৃন্দ - "ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস হবে বৌদ্ধদের কল্যানে বিশ্বমানের সংগঠন" - dainikbijoyerbani.com
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
ad

মত বিনিময় সভায় নেতৃবৃন্দ – “ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস হবে বৌদ্ধদের কল্যানে বিশ্বমানের সংগঠন”

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৮ Time View

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

গত ৫ই ফেব্রুয়ারি শনিবার, ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুদ্ধিস্টস (WFBB) এর উদ্যাগে উত্তর আমেরিকা তথা যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বিশিষ্ট বাংগালী বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে একটি ভার্চ্যুয়াল মত বিনিময় সভা সংগঠনের আহবায়ক ডক্টর বসুমিত্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব সুহাস বড়ুয়া’র পরিচালনায় মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন, কানাডা থেকে আন্তর্জাতিক সেবা সংগঠন সাউথ এশিয়ান ওইমেন কমিউনিটির বিশিষ্ট নেত্রী শিপ্রা বড়ুয়া, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস থেকে বিশিষ্ট লেখক ও সংগঠক এবং বাংলার বিজয় বহর সংগঠনের যুগ্ন সম্পাদক সুমন বড়ুয়া, নিউইয়র্ক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এর সাবেক সভাপতি ও স্বপন বড়ুয়া, নর্থ আমেরিকা বাংলাদেশী বুড্ডিষ্ট ফেডারেশনেই সভাপতি সমীরণ বড়ুয়া, ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশনের সভাপতি দিলীপ বড়ুয়া, আরিজোনা থেকে সুমন বড়ুয়া, ক্যালিফোর্নিয়া থেকে আহবায়ক কমিটির নারী ও শিশু বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ঝর্ণা বড়ুয়া, নিউইয়র্ক থেকে যুগ্ন সদস্য সচিব রণবীর বড়ুয়া, নরওয়ে থেকে সদস্য ও কান্ট্রি প্রতিনিধি লাভলু বড়ুয়া, সুইজারল্যান্ড থেকে অর্থ বিষয়ক যুগ্ন আহবায়ক অরুন জ্যোতি বড়ুয়া, ফ্রান্স থেকে যুগ্ন আহবায়ক উদয়ন বড়ুয়া, সদস্য স্বদেশ বড়ুয়া, প্যারিস থেকে যুগ্ন সদস্য সচিব তাপস বড়ুয়া রিপন।মত বিনিময় সভায় উত্তর আমেরিকার বৌদ্ধ নেতৃবৃন্দ বলেন, আমরা নেতা নয়, নিবেদিত কর্মী হয়ে শেখরের ঠিকানা এবং ধর্ম, কৃষ্টি ও সংষ্কৃতিকে বাংলাদেশের বিশ্বময় বৌদ্ধ প্রজন্মের কাছে সগৌরবে পৌঁছে দেবার জন্য কাজ করে যাবো। ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস (WFBB) হবে বাংলাদেশ এবং বিশ্বময় বৌদ্ধদের কল্যানে একটি বিশ্বমানের সংগঠন। বক্তাগণ বর্তমান বাংলাদেশের আর্থ-সামাজিক,ধর্মীয় এবং সাম্প্রদায়িক সমস্যাগুলির বিভিন্ন দিক আলোচনা করে বক্তব্য প্রদান করেন এবং ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস(WFBB) এর মত একটি সংগঠন আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের বৌদ্ধ জাতির প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত অপরিহার্য বলে মত প্রকাশ করেন। বক্তাগণ বলেন, বাংলাদেশের বৌদ্ধগণ বাংলাদেশের আদি বাংগালী এবং আদিবাসী হলেও ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারনে বিভিন্ন সময়ে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে। বৌদ্ধরা জীবন জীবিকা, নিরাপত্তা এবং রাজনৈতিক এবং উগ্র মৌলবাদীদের ধর্মীয় অপ্রতিকর ঘটনার কারণেও দেশ ত্যাগ করছে কিংবা দেশ ত্যাগে বাধ্য হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া হাজার বছরের এই গৌরবান্বিত বৌদ্ধ বাঙ্গালিত্ব চেতনা,আদিবাসীদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি এবং সভ্যতা প্রবাস ভূমিতে এসে যেন হারিয়ে না যায় তার প্রচেষ্টা চালিয়ে যাবে এই সংগঠন। বাংলাদেশ নামক ভুখন্ড যে বাংলাদেশের বৌদ্ধ জনগোষ্ঠীর পরিচয়ের মূল বা প্রাণ কেন্দ্র তা ধরে রাখতে হবে এবং তা নতুন প্রবাস প্রজন্মকে জানাতে হবে। দেশে এবং প্রবাসে বসবাসরত এ জাতির জন্য সেবা ও সহযোগিতামূল প্রকল্পের মাধ্যমে জীবন-যাত্রার মান উন্নয়ন ও শিক্ষার সুযোগ সৃষ্টি করার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন। বৌদ্ধ মহীয়সী নারী বিশাখা -উৎপলা বর্ণার নাম উল্লেখ করে তাঁরা বলেন, বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের সহযোগিতার মাধ্যমে তাঁদের হাতকে শক্তিশালী ও স্বাবলম্বী করতে হবে, বয়স্কদের সেবা, চিকিৎসা এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও মেধা বিকাশের জন্য চেষ্টা চালাতে হবে। বক্তাগন সংশ্লিষ্টদের সভাপতি বা সাধারণ সম্পাদক পদের জন্য যাতে কেহ দলাদলি না করে, তার প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। মতবিনিময় সভায় অংশ গ্রহণকারী বিভিন্ন সংগঠনের বৌদ্ধ নেতৃবৃন্দ বলেন, আমরা নেতা নয় নিবেদিত কর্মী হয়ে এই সংগঠনের জন্য কাজ করতে চাই যাতে এই সংগঠন বিশ্বমানের একটি শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। নেতৃবৃন্দ গত ৩০সে জানুয়ারী এবং ৩১সে জানুয়ারী যথাক্রমে খাগড়াছড়ির ধর্মসুখ বৌদ্ধ বিহারের ভিক্ষু ভদন্ত বিশুদ্ধাসারা মহাথেরোকে হত্যা এবং চট্টগ্রামে জ্ঞানজ্যোতি ভিক্ষুর ওপর হামলার তীব্র প্রতিবাদ নানান এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি