মধুখালীতে ‘কারিতাস বাংলাদেশ’র ওয়ার্কসপ অনুষ্ঠিত
সুজল খাঁন মধুখালীঃ
আজ সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলা মিলনায়তনের বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ এর আয়োজনে সিড ফান্ড ডিসট্রিবিউশন এন্ড কমিউনিটি ফিডব্যাক ওয়ার্কসপ উপজেলা পর্যায়ে রিকভারী রিয়েনটাগ্রেসাশন সাপোর্ট ফর বাংলাদেশী রিটার্নী মাইগ্রান্ট ওয়ার্কার্স প্রজেক্ট এর আওতায় দিনব্যাপী ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশে’র পিও ডিএম সম্রাট সেরাও এর সভাপতিত্বে ও পরিচালনায় ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার। এ সময় কারিতাস’র ফিল্ড অফিসার এলেক্স স্যামিউয়ের বাড়ৈ,ফাতেমা আক্তার, ক্যাফে ওয়ার্কার্স আনতু গোমেজ,জেভলিনা মন্ডল,মেহেদি হাসান, এবং কবির উপস্থিত ছিলেন।
ওয়ার্কসপে ১২ জন বিদেশ ফেরৎ অভিবাসীকে প্রত্যেককে ২৫ হাজার করে টাকা অনুদান দেওয়া হয়েছে তাঁদের নিজে স্বাবলম্বী হওয়ার জন্য। পর্যায়ক্রমে মোট ৪৫ জন অভিবাসীকে সংস্থার মাধ্যমে অনুরুপ অনুদান প্রদান করা হবে।