শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।
ভোলার মনপুরা উপজেলায় ছাগল চুরি করার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে মনপুরা থানা পুলিশ।
থানাসুত্রে জানা যায়,০১/০৪/২০২৩ ইং তারিখে মনপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ওহিদুর রহমানের গৃহপালিত একটি বড় ছাগল চুরি করে আসামিরা।ওহিদুর রহমান এ বিষয়ে থানায় একটি অভিযোগ প্রদান করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে আজ ১৫/০৬/২০২৩ ইং তারিখে তাদের গ্রপ্তার করা হয়। আসামিরা হলে মোং তাফসির(২০) ও মোঃ ইমন(২২)। উভয়ে ১নং মনপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়রা জানান,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। তারা এসব কাজ অনেক আগে থেকেই করে আসছে।
এবিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে এলাকায় ইতিপূর্বে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।