মনপুরা ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরায় বাজার ব্যবসায়ীর জালের গোডাউন থেকে প্রায় ৭০ লক্ষ্য মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে যার বাজার মূল্য আনুমানিক ২৫ কোটি টাকা ও দুইজনকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশের একটি টিম। পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীর উপস্থিততে আগুনে পুড়ে বিনিষ্ট করেন ।
গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টার হাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রসঙ্গত গত ২৮ জুন ব্যবসায়ী মোঃ হাসানের গোডাউনে একই এলাকার ছয় বছরের শিশু বলাৎকারের অভিযোগ উঠে তার কর্মচারী ইলিয়াসের বিরুদ্ধে পরে স্থানীয় ব্যক্তিরা বিশ-হাজার টাকা জরিমানা করে মিমাংসা করে দেয় । পরে উক্ত ঘটনা সোসাল মিডিয়ায় ভাইরাল এবং এলাকায় জানাজানি হলে আরো দেড় লক্ষ্য টাকা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
তবে এই বক্তব্য অস্বীকার করে হাসান মাস্টার জানান ,আমি কাউকে কোনো টাকা পয়সা দেইনি,কেউ আমাকে টাকার জন্যে চাপ প্রয়োগ করেনি ।
আটকৃতরা হলেন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাসান ও মোঃ ইলিয়াস। হাসান মাস্টার পেশায় একজন শিক্ষক ।
স্থানীয়রা জানান, হাসান মাস্টার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে মাদরাসায় ক্লাস ফাঁকি দিয়ে প্রশাসনের নাকের ডগা দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কারেন্ট জাল,বেহন্দি জাল ও চায়না জাল বিক্রি করতেন।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, অবৈধ জাল ব্যবসায়ী হাসান মাস্টারকে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং শিশু বলাৎকারের অভিযোগে আটককৃত ইলিয়াস মনপুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply