শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরা উপজেলায় সরকার নির্ধারিত মূল্য এখন পর্যন্ত বিক্রি হচ্ছে না নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো।
সরকার নির্ধারিত মূল্যর চেয়ে অধিক দামে ব্যবসায়ীরা পণ্য বিক্রয় করছে বলে অভিযোগ করছে ভোক্তারা।
সরজমিনে উপজেলার হাজিরহাট বাজারের গিয়ে বিভিন্ন দোকানে দেখা যায় নির্ধারণ করা মূল্যর চেয়ে বেশি দামে তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো বিক্রয় করছে।
সরজমিনে গিয়ে দেখা যায় ডিম ৪৮ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ৫৫-৬০টাকায়,আলু ৩৫টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায় এবং পেঁয়াজ ৬৪টাকা নির্ধারণ করা হলেও তা বিক্রি হচ্ছে ৭৫-৮০টাকায়।
ভোক্তারা জানায়, নিয়মিত বাজার মনিটরিং না করায় এ দুরবস্থা। যদি প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করতো তাহলে আমরা সরকার নির্ধারিত মূল্যে জিনিসপত্র ক্রয় করতে পারতাম।
উল্লেখ্য, মনপুরা উপজেলা প্রশাসন এখন পর্যন্ত সরকার নির্ধারিত মূল্য পণ্যগুলো বিক্রয় হচ্ছে কিনা,তা পর্যবেক্ষন করার জন্য কোনো অভিযান পরিচালনা করেনি।