ভোলা জেলার মনপুরায় উপজেলার মনপুরা ইউনিয়নের সংখ্যালঘু দুই সন্তানের জননীকে ধর্ষনের ঘটনায় বিবৃতি জানিয়েছেন, “ভয়েস অব লইয়ার্স”এর সাধারন সম্পাদক ও সাউথ এশিয়ান লইয়ার্স ফোরাম ইন্টারন্যাশনাল চ্যাপটার এর জয়েন্ট সেক্রেটারী, ঢাকা বারের বিজ্ঞ অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুুর্জয় তিনি বিবৃতিতে এই ঘটনার সাথে সম্পৃকতদের বিচারের দাবী ও ঘটনার তিব্রনিন্দা জানান।
তিনি এক বিবৃতিতে জানান,
ভোলার জেলার, মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের সংখ্যালঘু ২ সন্তানের জননীকে ধর্ষণের অভিযাগ পাওয়া গেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ২ জনকে আটক করেছে।থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৩ টার সময় ১নং মনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আরিফ(২৪)পিতা:আজাদ মাঝি ও মোঃ নাঈম (২২)পিতা:মামুন মাঝি ঘরের বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে একই গ্রামের এক সংখ্যালঘু পরিবারের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ করেন। তার ডাক চিৎকারে আশে-পাশের লোকজন আসলে ধর্ষকরা পালিয়ে যায়। এই ব্যাপারে বৃহস্পতিবার থানায় এসে অভিযোগ করেন ভিকটিম।
ভিকটিম জানান , রাতে খাবার খেয়ে ২ সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্বামী বাড়ী ছিলনা। এই সুযোগে আরিফ ও নাঈম ঘরে ঢুকে জোরপূর্বক আমাকে ধর্ষণ করেন। আমি থনায় এসে মামলা করেছি। আমি এর বিচার চাই।
Leave a Reply