শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।
ভোলা মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের হাজিরহাট বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে।
রবিবার ভোর ৩টা ৩০ মিনিটে আগুনের সুত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিস ভোর ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ত্রণে আনে।
হাজিরহাট বাজারের পাহারাদাররা বলেন, আমরা টহল দেওয়ার সময় বাজারের উত্তর মাথার প্রথম গলিতে আগুন দেখে,ফায়ার সার্ভিসে কল দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই আরো কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পরে।
পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে লোকমান হাজীর(মুদি দোকান), মোঃ ফুহাদের( ব্রয়লার ফিড),মোঃ তালহার(হার্ডওয়্যার),
মোঃ কাশেমের (পানের দোকান),মোঃ নুরনবীর(ফার্মেসী),মোঃ ছালাউদ্দিনের (চায়ের দোকান), মোঃ মিজানের (ফার্মেসী), মোঃ মতিনের (চায়ের দোকান)।এছাড়াও আগুনের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বিক্রম,হোসেন ও সেলিমের যৌথভাবে পরিচালিত একটি দোকান।
আগুনে দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীরা বলেন- আমাদের পূঁজি ছিলো এই দোকানগুলো,তা-ও আজ পুড়ে ছাই হয়ে গেছে,এখন আমরা কিভাবে চলবো জানি না।
আগুনের সুত্রপাত কোন জায়গা থেকে হয়েছে তা এখনো জানা যায় নি।