শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।
ভোলার মনপুরায় ১০ কেজি হরিণের মাংসসহ এক জনকে আটক করেছে বন বিভাগ।
আটক শিকারি উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান মাঝির ছেলে মোঃ ছলেমান(২৫)।
শনিবার সকালে আটকৃত ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
শুক্রবার রাতে উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চরপিয়াল সংরক্ষিত বনঅঞ্চল থেকে ১০ কেজি মাংসসহ তাকে আটক করে পচাকোড়ালিয়া বিটের কর্মরত বন্যপ্রহরীরা।
রাত ১১ টায় শিকারীকে হরিণের মাংস সহ উপজেলা রেঞ্জ অফিসে নিয়ে আসে তারা।
পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন জানান, বন্যপ্রহরী শাহাদাত, রাকিব ও নাজমুলকে নিয়ে বিচ্ছিন্ন চরপিয়াল সংরক্ষিত বনাঅঞ্চলে টহল দিতে যান। একপর্যায়ে দেখতে পান কয়েকজন শিকারি হরিণ জবাই করে নিজেদের মধ্যে মাংস ভাগবাটোয়ারা শেষ করে চলে যাচ্ছেন।
এ সময় শিকারিদের ধাওয়া করে ছলেমান নামে এক শিকারীকে ১০ কেজি জবাইকৃত হরিণের মাংস সহ রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।
মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মইনুল ইসলাম জানান, আটককৃত শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।