শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।
মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজারে আজ সোমবার বিকাল তিনটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এই বিস্ফোরণে ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীরা হলেনঃ মোঃ জামাল (চায়ের দোকান), মোঃ আইয়ুব আলী (কাঠ ব্যবসায়ী), মোঃ জাভেদ (চায়ের দোকান), মোঃ মিজান (মুদি দোকান), মোঃ খোকন (চায়ের দোকান), মোঃ সাইফুল (মুদি দোকান),মোঃ রশিদ (গার্মেন্টস), মোঃরাকিব (চায়ের দোকান),মোঃ জিহাদ (ঔষধের দোকান),মোঃ আব্বাস (জুতার দোকান),মোঃ মিজান (ঔষধের দোকান) ও মোঃ রিপন (কীটনাশকের দোকান)।
আগুন লাগার সংবাদ পেয়ে মনপুরা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, মনপুরা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম শাহজাহান, মোশারফ হোসেন মজনু ফরাজি, আমিনুল ইসলাম ফিরোজ, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন।
আনন্দবাজার বাজার সভাপতি মোঃ মহিবউল্লাহ জানান রাকিবের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। তাতে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।