মন্ত্রী ইমরান আহমেদকে নিয়ে কটুক্তি: ডিজিটাল নিরাপত্তা আইনে জাফলংয়ের ছাত্রলীগ নেতা আটক।
সিলেট ব্যুরো
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ এবং উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানসহ বিশিষ্ট ব্যাক্তিদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম মানহানিকর ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে পূর্ব জাফলং ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ আলম রাজ্জাককে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (৪ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ছৈলাখেল ৮ম খণ্ড এলাকা থেকে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে রাশেদ আলম রাজ্জাক (৩৫) নামের এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে।
রাজ্জাক গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের আব্দুল জলিল ও ইউপি সদস্যা রেজিয়া বেগমের ছেলে।
তার বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা (নং-০৪- তারিখ- ০৪/০৫/২০২১ ইং)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল ফেসবুকে একটি পোস্ট করেন।
সেই পোস্টের নিচে রাজ্জাক অশ্লীল ভাষায় মন্তব্য করেন।এছাড়াও সে উপজেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে বাজে মন্তব্য করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে আরও জানাযায়, রাজ্জাক নাম সর্বোত্ত একটি অনলাইন অনলাইন নিউজ পোর্টাল করে রাজনৈতিক ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দের নামে মিথ্যা নিউজ করার নামে অর্থ হাতিয়ে নিত।
এছাড়াও সে স্থানীয় পাথরখেকো আলীম উদ্দিনের চাঁদার টাকা উত্তোলন করতেন বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে ধর্ষণসহ একাধিক মামলায় আলীম উদ্দিন কারাগারে থাকায় রাশেদ আলম রাজ্জাক কোনো আয়ের উৎস না পেয়ে কিছু বখাটে যুবক নিয়ে জাফলংয়ে গড়ে তুলেছের একটি চক্র।
এই চক্রের মাধ্যমে প্রতিনিয়ত বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার আর গুজব চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য এর আগেও ছাত্রলীগ নেতা রাশেদ আলম রাজ্জাকের মদ্যপানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ ডিজিটাল নিরাপত্তা আইনে রাজ্জাককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে বর্তমানে থানাহাজতে রয়েছে।
আজ ( ৫মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Leave a Reply