মোঃ সুমন প্রাং,কাহালু (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলাতে এবার ব্যাপক আগাম মরিচ চাষ হয়েছে
মরিচ এর দাম ও বাজারজাত এর ব্যাবস্তা ভালো থাকায় বদলে গেছে কাহালু উপজেলা কৃষকদের ভাগ্য।
বগুড়া জেলার সব উপজেলা কম বেশি মরিচ চাষ হয় বতমানে এবার কাহালু উপজেলা আগাম মরিচ চাষ হয়েছে । কাহালু উপজেলা জামগ্রাম. মাঙ্লচা. দৃগাপুর. নারহট্ট. বীরকেদার ইউনিয়ন এবার মরিচ এর আগাম চাষ হয়েছে।
এবার প্রথম থেকেই মরিচ পাঁচ থেকে ছয় হাজার টাকা মন দাম বেশি থাকায় সাফল্যের মুখ দেখছেন মরিচ চাষীরা। এবার এলাকায় প্রায় দুইশ একর জমিতে এবার আগাম মরিচ চাষ হয়েছে বলে জানাযায়। এলাকার স্থানীয় কৃষক আবুল কালাম আজাদ. সম্রাট ইসলাম. ইমরান. মনছুর এর সাথে কথা বলে জানতে পারি তারা মরিচ দাম পেয়ে অনেক টায় খুশি। এবং কৃষক গন বলেন কীটনাশক. সার. জ্বালানি তেল এর দাম অনেক টায় বেশি । এই সব এর দাম যদি সরকার কিছুটা কমায় তাহলে আগামী বছর পুরো উপজেলা কৃষক মরিচ চাষ বেশি আগ্রহ হবে।