মহান বিজয় দিবসের আলোচনা সভা ও র্যালিতে- সাবেক মন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী
দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেলেই
স্বাধীনতার স্বপ্ন স্বাদ পূর্ণ হবে
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে অদ্য সকাল ১০ ঘটিকার সময় সিনেমা প্যালেন চত্বরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্ম ত্যাগের বিনিময়ে আমরা পেলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকের এই দিনে বীর শহীদদের আত্মত্যাগকে সম্মান ও যথাযথ মর্যাদা রেখে তাদের আদর্শে বলিয়ান হয়ে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশের মুক্তিকামী জনতা উজ্জ্বীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেলেও স্বাধীনতার স্বপ্ন স্বাদ পূর্ণ হবেই ইনশাল্লাহ। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে জাতিকে ঝাঁপিয়ে পড়তে জাতিকে অনুপ্রাণিত করেছে। যার ফলশ্রুতিতে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জিত হয়। একদলীয় শাসন ব্যবস্থা থেকে মানুষকে মুক্ত করার জন্য ৭ নভেম্বর সিপাহী জনতা জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্ত করে দেশ গঠনের দায়িত্ব দেন। দায়িত্ব গ্রহনের পরপরই মানুষের মমতাকে প্রাধান্য দেওয়ার লক্ষে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে জিয়াউর রহমান। মানুষের মত প্রকাশের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দেশ কে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন তিনি। আলোচনা সভা শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে বিজয় শোভা যাত্রা সহকারে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। আলোচনা সভা ও বিজয় র্যালিতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। বিজয় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. ইফতেখার মহসিন, এস.এম. মামুন মিয়া, জামাল হোসেন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক সাইফু উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী। সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, জেলা ওলামা দলের আহবায়ক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ফোরকান,মৌওলান আবদুল করিম, সদস্য সচিব মাহফুজুর রহমান আনিস,জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক নুরুল আমিন,সহ নেতৃবৃন্দ।