শামীম,
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন,দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর অর্জিত হয়, আমাদের মহান স্বাধীনতা। আমি দৃঢ় ভাবে বলতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশ আওয়ামী লীগের কারণেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি।
বিজয়ের দিবসে করোনার এই পরিস্থিতিতে সবাই নিজ নিজ নিরাপদ অবস্থান থেকে সকল শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করুন।
তিনি আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যে উন্নয়নের অগ্রগতি হচ্ছে তার ইতিহাস সাক্ষী। যেখানে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে পদ্মা সেতুর কথা শুনে। কিন্তু আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সম্ভব করে দেখিয়েছেন। আজ তা দৃশ্যমান। এটাই হলো শেখ হাসিনা।
সবাই প্রধানমন্ত্রীর প্রতি আস্তা রাখুন তথা বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি আস্তা রাখুন।
তিনি আরও বলেন, ‘আমরা এই দেশকে একটি উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার মাধ্যমে লাখ লাখ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।
পরাধীনতার শৃংখল থেকে '৭১ এর স্বাধীনতা যুদ্ধের যবনিকার বিজয় দিন ১৬ ই ডিসেম্বর! মহাকালের ৫০ টি বছর পেরিয়ে আজ বিজয়ের সুবর্ণজয়ন্তীর দুয়ারে দাঁড়িয়ে এই গর্বিত বাঙালি জাতি!
সাম্য মৈত্রী শান্তির বারতা নিয়ে, হৃদয়ে লালিত দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজ আমাদের প্রাণের মুরাদনগর সেজেছিল বর্ণিল সাজে! বিজয়ের সুপ্রভাতে মুরাদনগরের প্রান কেন্দ্র ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয়ে'র মাঠে হাজারো শ্রেণী-পেশার মানুষের মুখরিত পদধ্বনিতে উপচে পড়ে এক আনন্দঘন বিজয় উল্লাসের মিলন মেলায়!
এ বিজয় মিলন মেলাতে সভাপতিত্বে করেন : মুরাদনগর উপজেলার বিচক্ষণ চৌকস নির্বাহী অফিসার অভিশেক দাশ, উপস্থিত ছিলেন রাজনীতির জীবন্ত, প্রধান অতিথি : জাতীয় সংসদ কুমিল্লা-৩ মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন ( এমপি )। বিশেষ অতিথি : ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ম, রুহুল আমিন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান আলম কিশোর,
এক মনোজ্ঞ প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন করেন!
স্থানীয় 'সোনার বাংলা একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে'র একদল চৌকষ বাদ্যযন্ত্রীর তালে তালে প্যারেড ও কুচকাওয়াজ প্রদর্শন করেন বাংলাদেশ পুলিশ মুরাদনগর থানা, মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,গ্রাম পুলিশ, কাজী নোমান আহাম্মেদ ডিগ্রী কলেজ,ডি আর সরকারী উচ্চ বিদ্যালয়, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়,ইকরা একাডেমী, মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভূবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ধামঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরো অনেক স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান!