মহান বিজয় দিবস-২০২০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
এম এস রেজা
চট্টগ্রাম
০২/০১/২০২১খ্রিঃ শনিবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত “মহান বিজয় দিবস-২০২০ ব্যাডমিন্টন প্রতিযোগিতা” এর সমাপনী ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরমিন জাহান, সভানেত্রী, পুনাক, সিএমপি ও জনাব মোঃ হাসান, পরিচালক, এফ এইচ গ্রুপ, চট্টগ্রাম।
প্রতিযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বিভিন্ন স্তরের ১০৭ জন সদস্য বিভিন্ন ক্যাটাগরীতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের সদস্যবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।