সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:-
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৫নং মহামায়া ইউনিয়নে করোনায় চলমান সরকারী লকডাউন পালনে অভিযান চালায় ছাগলনাইয়া উপজেলা প্রশাসন এসময় দোকান পাট খোলা ও স্বাস্হ্য বিধি অমান্য করার দায়ে জরিমানা আদায় করা হয় ।
জানাযায়,আজ ০৩/০৭/২০২১ শনিবার বেলা ১২ টায় ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ারা ইসলাম উক্ত অভিযান পরিচালনা করে ,উক্ত অভিযানে পৌরসভার মির্জার বাজার, মহামায়া ইউনিয়নে চাঁদগাজী বাজার, বক্তার হাট বাজার, মনুর হাট বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট এর মাধ্যমে অভিযানে বিভিন্ন দোকান পাটের বিরুদ্ধে ৩১ টি মামলায় ৩১ আসামীর কাছ থেকে অর্থদণ্ড: ১১,৯০০ টাকা আদায় করা হয় ।
উক্ত অভিযানের বিষয়ে ,ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা ইসলাম জানান ,সরকারী নির্দেশনা অনুযায়ী ,চলমান ৭ দিনের লকডাউন পালনে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে ।তিনি সকল কে লকডাউন পালনে করোনা প্রতিরোধ করতে সকল কে স্বাস্হ্য বিধি পালনে আহবান জানান ,জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করে ,এবং জনসাধারণের জন্য লকডাউন পালনে স্বাস্হ্য বিধি মানতে চলমান অভিযান অব্যহত থাকবে ।