মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া জেলা প্রতিনিধি:
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহাস্থান মাহীসওয়ার কলেজের মাস্টার্স শিক্ষা কার্যক্রম ও বিশ্ববিদ্যালয় কলেজ নামকরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীর ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি যেন নবযৌবন ফিরে পেলো।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে আনুষ্ঠানিকভাবে মহাস্থান মাহীসওয়ার কলেজের মাস্টার্স শিক্ষা কার্যক্রম ও বিশ্ববিদ্যালয় কলেজ নামকরণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
উক্ত অনুষ্ঠানে মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম সিনহা,প্রখ্যাত সংগীত শিল্পী মুনির খান,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জি: লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন,উত্তর বিএনপির সদস্য ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান তালুকদার,ভাইস পিন্সিপাল মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, প্রভাষক আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম বিপ্লব,রাসেল মাহমুদ,শাহ আলম, সামছুজোহা সরকার,নজমুল আলম, জান্নাতুল নাইম, জেসমিন আক্তার, শাম্মি আক্তার, তাপসি খাতুন, নাহিদ সুলতানা,সাজু, মোফাজ্জল হোসেন। অফিস সহকারী রিপন মন্ডল,ইয়াসিন আলী, শিরন আক্তার, অফিস স্টাফ সাব্বির হাসান শাওন ইউসুফ আলী, জাহাঙ্গীর হোসেন,গোলাম রব্বানী, রায়নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিনাজ উদ্দিন, সাইফুজ্জামান চুন্নু, রায়নগর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বাদশা সাখিদার,আব্দুর রাজ্জাক, আছালত জামান, ডা.আব্দুর সুবর, আব্দুর রাজ্জাক, শাহিনুর রহমান শাহিন, বায়জিদ,জাহিদ কামাল মুক্তা,রাজু আহম্মেদ,তাজুল ইসলাম,ইসতিয়াক আহমেদ রাহুল সহ অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
শিক্ষকগণ ও শিক্ষার্থীরা কলেজটির এমন একাডেমিক উন্নয়নে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সাথে প্রতিষ্ঠানের সভাপতি মীর শাহেআলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply