মহিমাগঞ্জে পূর্ণবাসন না করে ভূমিহীন উচ্ছেদের চেষ্টার অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে মুজিববর্ষে জমি ও ঘর দিয়ে ভূমিহীন পূর্ণবাসনের প্রতিশ্রæতি বাস্তবায়ন না করে ভূমিহীন মুক্ত ঘোষনা করার পর প্রশাসন ভূমিহীন উচ্ছেদের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের জায়গায় প্রায় ৪০ বছর ধরে ১৮ টি ভূমিহীন পরিবার বাড়ী ঘর নির্মান করে বসবাস করে আসছে। এসব ভূমিহীন পরিবার উচ্ছেদে বিগত ২০২০ সালে ৪ ফেব্রæয়ারি তৎকালিন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবিরের স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়। ওই সময় ভূমিহীন পরিবারগুলো উপজেলা প্রশাসনের কাছে পূর্ণবাসনের দাবী জানায়। তাদের দাবীর প্রেক্ষিতে মহিমাগঞ্জ ভূমি অফিস ১৮ টি ভূমিহীন পরিবার পূর্ণবাসনে তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসনের কাছে জমা দেয়। এদের পূর্ণবাসনে ২০২২ সালে মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী খাস জমিতে ২২ টি মুজিবর্ষের ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে ৮ টি পরিবারকে পূর্ণবাসন করা হয় মুজিবর্ষের ঘর দিয়ে। বাকী ১০ টি ভূমিহীন পরিবার এখনও মহিমাগঞ্জ ভূমি অফিসের জায়গায় বসবাস করছে। ভূমিহীন পরিবারগুলো উচ্ছেদে উপজেলা প্রশাসন তাদের তাগিদ দিয়ে আসছে। এ ঘটনায় পূর্ণবাসনে বঞ্চিত ১০ টি ভূমিহীন পরিবার গত ৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে মুজিববর্ষের জমি ও ঘর চেয়ে পূর্ণবাসনের আবেদন করেছে।
মহিমাগঞ্জ ভূমি অফিসের জায়গায় বসবাসরত ভূমিহীন, মোছা.সুমি বেগম, মোছা. রুপিয়া বেগম, মো. আহাদ মিয়া, মো. হাফিজার রহমান, মো. তৈয়ব আলী, মো. তৌহিদুর রহমান, শ্রীমতি স্বরস্বতি রানী, শ্রীমতি দুখিনী রানী, শ্রী ব্রজেশ্বর, উপজেলা প্রশাসনের প্রতি অভিযোগ করে বলেন, তাদের পূর্ণবাসনে খাস জমিতে মুজিববর্ষের ঘর নির্মান করা হয়েছে। কিন্তু রহস্য জনক কারনে উপজেলা প্রশাসন তাদের তালিকায় থাকা ১৮ টি পরিবারের মধ্যে ৮ টি পরিবারকে পূর্ণবাসনে মুজিববর্ষে জমি ও ঘর দিয়েছে। বাকী ১০ টি পরিবার পূর্ণবাসন না করে, তাদের উচ্ছেদ করতে উপজেলা প্রশাসন বার বার তাগিদ দিচ্ছে। তাদের দাবী, আমরা ভূমিহীন, আমাদের পূর্ণবাসন না করে উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে কোথায় থাকবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, দেশে একজন মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না। তাই আমরা খাস জমিসহ ঘর চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি।
ভূমিহীন নেতা উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এম এ মতিন মোল্লা এ বিষয়ে বলেন, ১৪ দলীয় জোট সরকারের প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন দেশে যাতে কোন ভূমিহীন, গৃহহীন মানুষ না থাকে, তাদের জন্য খাস জমিসহ বাসস্থানের ব্যবস্থা করছে। কিন্তু উপজেলা প্রশাসন ভূমিহীনদের পূর্ণবাসন না করেই ২০২২ সালের ২১ জুলাই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করে। শুরু থেকেই আমরা এর প্রতিবাদ করছি। গত ৬ মার্চ ভূমিহীনেরা মুজিববর্ষের জমি ও ঘর চেয়ে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দিয়েছে। অবিলম্বে উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা বাতিল করে তাদের পূর্ণবাসনের দাবী জানান।
উপজেলা (ইউএনও) আরিফ হোসেনের কাছে, মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মহিমাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের জায়গায় বসবারত ভূমিহীন, যতজন যেতে চায়, তত জনকেই ওইখানে পূর্ণবাসন করা হবে, যারা যেতে চাবে না, তাদের উচ্ছেদ করা হবে না।
Leave a Reply