কামরুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধি::
ছালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, ছালিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম (সীমান্তের আহ্বান এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম'র বাবা) গোয়াইনঘাটের ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের খুর্দা মর্জাতপুর গ্রামের নিবাসী আলহাজ্ব মাওলানা নূর আহমদ রহ. (৪৫) গত ২৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় বাড়ি ফেরার পথে গোয়াইনঘাট ব্রিজের পূর্ব পারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
পরদিন ৩০ আগস্ট (সোমবার) দুপুর ১২টায় ছালিয়া জামে মসজিদ (ঈদগাহ) প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় প্রায় ৫ হাজার মুসল্লীর উপস্থিতিতে। বিকাল সাড়ে ৫ টায় খুর্দা মর্জাতপুর মাদ্রাসা মাঠে ২য়. জানাজা অনুষ্ঠিত হয়। ২য়. জানাযায় ধারণা করা যায় ৫ হাজারের অধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়েসহ ভাই-বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হরিপুর বাজার মাদ্রাসার নাইবে শায়খুল হাদীস আলহাজ্ব আব্দুল কাদির বাগেরখালী, মুহতামিম মাওলানা হিলাল আহমদ, দারুসসালাম লাফনাউট মাদ্রাসার নাইবে শায়খুল হাদীস হুসাইন আহমদ গণিকান্দি, মুহাদ্দিস ও গোয়াইনঘাট কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আমিনুর রশিদ গোয়াইনঘাটী, ফুড়িগ্রামীসহ মাদ্রাসার শিক্ষকমণ্ডলী,
গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আসলাম, আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পুকাশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, ছালিয়া জামে মসজিদের মুতাওয়াল্লি, গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রামের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বিলাল উদ্দিন, মদীনাহ ওভারসীজ ইন্টারন্যাশনাল-এর সত্ত্বাধিকারী মাওলানা মাহদী হাসান, সীমান্তের আহ্বানের সম্পাদক মণ্ডলীর সভাপতি আবুল হাসানাত, সম্পাদক আব্দুল্লাহ সালমানসহ সম্পাদক মণ্ডলী, বৃহত্তর জৈন্তা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সীমান্তের আহ্বানের নির্বাহী সম্পাদক ও প্রকাশক আবু তালহা তোফায়েল, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, যুগ্ম সম্পাদক মোহা. আব্দুল্লাহ, মরহুমের বন্ধু মনির আহমদ, মর্জাতপুর মাদ্রাসার শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলগণ।